একবার ভাবুনতো আপনি কেন আত্মহত্যা করবেন

শেয়ার করুন

গ্যালারির সব দর্শকই আপনার সমর্থন করবে না! তাই বলে কি খেলা ছেড়ে দিবেন? না তো? তেমনি জীবনেও সব কিছু আপনার অনুকূলে থাকবে না, প্রতিকূলতা ও থাকবে । পাওয়া-না পাওয়ার সমীকরণ কষতে পারেনি বলে আপনি আত্মহত্যা করবেন?

 

এইতো ৩ দিন আগে এক ছোট বোন বল্লো তার বান্ধবী গলায় দড়ি দিয়ে সুইসাইড করছে ।

 

একটা ধাক্কা খেলাম, SSC এক্সাম দেওয়া একটা মেয়ে জীবনে কিইবা দেখেছে? বয়স উর্ধ্বে গেলে ১৭ ই হবে, এই ১৭ বছরেই জীবনে বাচার স্বাদ মিটে গেল? কিসের এতো কষ্ট যে এতো বড় একটা ঘৃণ্য কাজ করতে পারে? এইসব প্রশ্নই মাথায় ঘুরতে ছিল।

 

পাওয়া-না পাওয়ার হিসেবটা সবার জীবনেই গড়মিল! এই হিসেবটা কষতে বসা মানুষ শুধু আপনি একাই নও, জেনে খুশি হবেন ১৬ কোটি মানুষের ৯৯.৪% মানুষ এই হিসেব কষতে ব্যার্থ হয়ে আবার উঠে দাড়ায় অন্যদিকে ০.৬% মানুষ আপনার মত আত্মহত্যা করে। কি ভাবছেন এই ৯৯.৪% মানুষ ভুল আর ০.৬% মানুষ সঠিক?
কেনো এই ঘৃণ্য কাজটি আপনি করবেন?
কি ভাবছেন?
মরে গিয়ে বেচে যাবেন?
এইটা নিতান্তই আপনার ভুল ধারনা।
একবার ভাবুন তো আপনি মরে গেলে কয়টা মানুষ অর্ধমৃত হয়ে যাবে।
আপনার বাবা,মায়ের কথা একটি বার ভাববেন না?
এতো নিষ্ঠুর কি করে হতে পারেন আপনি?
আপনি ডিপ্রেশনে ভুগছেন মানলাম
তাই বলে জীবন বিসর্জন দিয়ে দিবেন?
এইটা নিশ্চয়ই কোনো সমাধান হতে পারে না।

 

আরো পড়ুনঃ আপনার মোটিভেশন কে বৃদ্ধি করুন ১২টি উপায়ে

 

ছোট বেলা থেকেই শুনে আসতেছি সুখ-দুঃখ নাকি মুদ্রার এপিঠ ওপিঠ। দুঃখের পরে সুখ আসবে এইটাই প্রকৃতির নিয়ম। সেই সুখের স্বাদটা না নিয়েই দুঃখের কাছে হার মেনে নিবেন।

এই ডিপ্রেশনের জাল ছিড়ে বেড়িয়ে এসে নিজেকে উদ্ভাবন করুন ভুলে যাবেন না পৃথিবীর মধ্যে আপনার মত আর কেউ নেই আপনি সবার থেকে আলাদা আপনার আঙ্গুলের ছাপ যেমন কারো সাথে মিলবে না তেমনি আপনার মাঝে সৃষ্টিকর্তারা দেওয়া সুপ্ত পাওয়ার ও কারো সাথে মিলবে না। এইটাকে উদ্ভাবন করুন। মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে তৈরী করেছেন তার নিশ্চয়ই কোনো ভুল হবে না।
আপনার আশা ফুরিয়ে গেছে?
বাচতে ইচ্ছে করে না?
কার জন্য আত্মহত্যা করবেন আপনি?
যে আপনাকে ভালোবাসেনি তার জন্যে?
হা হা হা কি বোকা আপনি।
যারা আপনাকে ভালোবাসে তাদের আকড়ে ধরেই বেচেঁ থাকুন না ভালো থাকবেন শত ভাগ।
জীবনটা অনেক সুন্দর বিশ্বাস করুন।
বিশ্বাস হচ্ছে না?

 

তাহলে একবেলা একজন খুদার্ত পথ ভিক্ষুককে ভরপেট তেহারি খাইয়ে দেখুন,
ঈদ আসলে একটি পথ শিশুকে একটি টি-শার্ট কিনে দিয়েই দেখুন না তাদের খুশি দেখে আপনার ও বাঁচার ইচ্ছে হবে শত বছর।


শেয়ার করুন

Leave a Comment